রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনী সরকার পাড়ায় শুক্রবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ৩০ ঘর ভষ্মীভূত হয়েছে। এতে ঘরে রাখা ধান-চাল, আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ওই গ্রামের ইদ্রিস আলীর রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান এলাকাবাসী। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আলী মোঃ মোমতাজ আলী জানান, ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডোমার-চিলাহাটি সড়কের বটতলী নামক স্থানে শুক্রবার রাত ৯টার দিকে পিক আপের ধাক্কায় তানিয়া আহমেদ(২৪) নামের এক গৃহবধূ মারা গেছে। এ সময় সৌভাগ্য তার স্বামী ও শিশু সন্তান বেঁচে যায়। এলাকাবাসী জানায়, তারা মোটরসাইকেল যোগে চিলাহাটি যাচ্ছিল। বটতলী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত তানিয়া আহমেদকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।