Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভস্মীভূত

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনী সরকার পাড়ায় শুক্রবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ৩০ ঘর ভষ্মীভূত হয়েছে। এতে ঘরে রাখা ধান-চাল, আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ওই গ্রামের ইদ্রিস আলীর রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান এলাকাবাসী। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আলী মোঃ  মোমতাজ আলী জানান, ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
 সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডোমার-চিলাহাটি সড়কের বটতলী নামক স্থানে শুক্রবার রাত ৯টার দিকে পিক আপের ধাক্কায় তানিয়া আহমেদ(২৪) নামের এক গৃহবধূ মারা গেছে। এ সময় সৌভাগ্য তার স্বামী ও শিশু সন্তান বেঁচে যায়। এলাকাবাসী জানায়, তারা মোটরসাইকেল যোগে চিলাহাটি যাচ্ছিল। বটতলী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত তানিয়া আহমেদকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ