রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেনাপোল অফিস : বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে শুক্রবার রাতে দেড় কেজি হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে হাবিবুর রহমান হবি সাদিপুর এলাকার সোবহান গাজীর ছেলে এবং শওকত একই এলাকার আহম্মেদ আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে হেরোইনসহ তাদের আটক করা হয়। আটক হেরোইনের মূল্য দেড় কোটি টাকার বলে ডিবি জানায়। ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি মো. ইমায়ুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হেরোইনের চালান পাচার হয়ে দেশে প্রবেশ করছে এ ধরনের সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে হবির ঘরের খাটের নিচে একটি কার্টনের মধ্য থেকে দেড় কেজি হেরোইন উদ্ধারসহ হাবিবুর রহমান হবি ও তার সহযোগী শওকত আলীকে আটক করা হয়। আটক হবির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।