Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কম্পিউটার শিক্ষক থাকা সত্ত্বেও পুনরায় নিয়োগ

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক থাকা সত্ত্বেও ওই পদে শিক্ষক নিয়োগসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, ওই বিদ্যালয়ে ২০০২ সালের ৮ জানুয়ারি কম্পিউটার শিক্ষক পদে উম্মে সালমা খানমকে বিধি সম্মতভাবে ম্যানেজিং কমিটি নিয়োগপত্র প্রদান করেন। এরপর ১৮ জুলাই প্রতিষ্ঠানে যোগদান করে নিষ্ঠার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন। উম্মে সালমা খানমের সাথে একজন ঝাড়–দারকেও নিয়োগ দেয়া হয়। একই সাথে নিয়োগপ্রাপ্ত ঝাড়–দারের সরকারি অংশের বেতন/ভাতা দেয়া হলেও প্রধান শিক্ষক কম্পিউটার শিক্ষকের ব্যানবেইজ ফরমে স্বাক্ষর না করায় তিনি বেতন/ভাতা পাচ্ছেন না। এছাড়া কম্পিউটার শিক্ষক সালমাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেয়ায় তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ২০০৪ সালের ১২ এপ্রিল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করা হলে প্রধান শিক্ষকের সরকারি অংশের বেতন/ভাতা স্থগিত করা হয়। তারপরও কম্পিউটার শিক্ষকের বেতন/ভাতা প্রদানের কোন উদ্যোগ নেয়া হয়নি। অপরদিকে কম্পিউটার শিক্ষক পদে পুনরায় আর একজনকে নিয়োগ দেয়া হয়েছে। এ ঘটনায় ১২৯/১৬ নং একটি বিজ্ঞাপনী মামলা গাইবান্ধা সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ