রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দাউদকান্দির দোনারচর আজমিরি খন্দকারের বাসভবনে স্ত্রী তাসলিমা খন্দকার ও তিন সন্তান ক্যান্সার আক্রান্ত আবু নোমানকে কাছে পেতে ও সম্পত্তি ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করেন। গত বৃহস্পতিবার লিখিত অভিযোগে সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা খন্দকার জানান, ‘আমার স্বামী আবু নোমান ক্যান্সারে আক্রান্ত রোগী, বিভিন্ন সময় তার চিকিৎসা সেবা করে আসছি। তার নামে ৩০ শতক জায়গা আছে। এই জায়গা আমার শ্বশুর ও শ্বাশুড়ি ও দেবর রুবেলর নামে লিখে নিয়ে আমার ও আমার তিন সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে ও আমার স্বামীর ওয়ারিশ আমার তিন সন্তানকে ঠকিয়ে আমার স্বশুর তার সকল সম্পত্তি তার ছোট ছেলে রুবেলকে লিখে দেয়ার চক্রান্ত করছে। আমার শ্বশুর বাড়িতে থাকার জন্য আমাকে কোনো জায়গা দিচ্ছে না, আমি আমার তিন সন্তান নিয়ে বড় দুর্বিষহভাবে মানবেতর জীবন যাপন করছি। তাসলিমা খন্দকার আরও বলেন, আমি এই বিষয়ে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। জানা যায়, উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কাশেম খন্দকারের মেয়ের সঙ্গে ২৭ বছর আগে বিয়ে হয়েছিলো হাসানপুর গ্রামের রফিকুল ইসলাম রফিক দারোগার ছেলে নোমান সরকারের সঙ্গে। এই দম্পতির ঘরে এখন নাইম (২৩), তন্ময় (২০) ও তামিম (১১) নামে তিনটি পুত্র সন্তান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।