রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবারের লোকজন মিলে ফারুক মিয়া (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী মোসা. হোসনা বাদি হয়ে ওই মামলা করেন। তবে এ ঘটনার দুইদিন পার হয়ে গেলেও গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের শাহীন উদ্দিনের ছেলে ফারুক মিয়ার সাথে বাড়িতে জমির ভাগ চাওয়া নিয়ে গত সোমবার চাচা সবিকুলের সঙ্গে ঝগড়া হয়। পরে বুধবার জমির বিষয়টি মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় ফারুককে। কিন্তু বাড়িতে যাওয়ার পরই দু›পক্ষে তর্কে জড়ানোর একপর্যায়ে চাচা সবিকুল, বাবা শাহিন উদ্দিন, আরেক চাচা উবায়দুল ও ভাই জামান মিলে ফারুককে হাতে পায়ে বেঁধে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার নিহত ফারুকের স্ত্রী মোছা. হোসনা বাদি হয়ে ১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার দুইদিন পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহতের স্ত্রী মামলার বাদি মোসা. হোসনাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি তবে তার ভাই মুরাদ বলেন, আমার ভগ্নিপতিকে নির্মমভাবে হত্যার দুইদিন পার হলেও কোন আসামি গ্রেফতার হয়নি। আমরা আমাদের পক্ষ থেকে পুলিশকে সবকিছুর সহযোগীতা করে যাচ্ছি তারপরও এখন পর্যন্ত কেন আসামিদের গ্রেফতার করতে পারেনি তা আমরা জানি না। তাই আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।