Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকল্প জ্বালানিনীতি বাস্তবায়নের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দররক্ষা কমিটির সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অবিলম্বে ফুলবাড়ি চুক্তির ৬ দফা বাস্তবায়ন করে জ্বালানী খাতে দুর্নীতি বন্ধ ও বিকল্প জ্বালানী নীতি বাস্তবায়ন করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দররক্ষা কমিটি এই কর্মসূচি পালন করে। এ সময় স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. মো. নাসির, সদস্য সাজিদুল ইসলাম, আবদুন নূর, অসীম কুমার বর্দ্ধন, আছমা খানম, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা সাহেদ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের জ্বালানী খাতের ভবিষ্যত সুনিশ্চিত করতে হলে বিকল্প জ্বালানীনীতি বাস্তবায়ন করতে হবে। তারা বিদেশ থেকে জ্বালানি আমদানি না করে দেশে থাকা জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং ফুলবাড়ি ট্র্যাজেডিতে হতাহতদের ক্ষতিপূরণ দেয়াসহ ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোড়ালো দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ