Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফসল তুলতে মাঠে কৃষকের ব্যস্ততা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : ‘ও মা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি’ কবিতার বাস্তবচিত্র ফুটে উঠেছে সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে রোপা-আমন ফসলের মাঠে। কৃষক-কৃষাণিরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা-মাড়াইয়ে। এবার এ দুই উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে রোপা-আমন আবাদ করা হয়েছে। কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে। গতবারের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি আবাদ হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, বালাগঞ্জ ও ওসমানীনগরের দুই উপজেলার ১৪টি ইউনিয়নের ২৯টি কৃষি ব্লকে এবার ১৬ হাজার ৮৮০ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ হয়েছে। সরকারের পক্ষ থেকে সময়মত সার, বীজ ও কীটনাশক ঔষধ সরবাহ করার কারণে এবার ভালো ফলন হয়েছে। যা গত বছরের চেয়ে ১ হাজার ৪৯০ হেক্টর বেশি। ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৯ হাজার ৮৪৯ হেক্টর আমন আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তাজপুর ইউনিয়নে আবাদ হয়েছ ১ হাজার ৬৩৭ হেক্টর, কম আবাদ হয়েছে বুরুঙ্গা ইউনিয়নে ৮৭৫ হেক্টর। উমরপুর ইউনিয়নে আবাদ হয়েছে, ১ হাজার ৪শ, সাদিপুরে ১ হাজার ২২০ হেক্টর, পশ্চিম পৈলনপুরে ৯০২ হেক্টর, গোয়ালাবাজারে ১ হাজার ৩২০ হেক্টর,  তাজপুরে ১ হাজার ৬৩৭ হেক্টর, দয়ামীরে ১ হাজার ৩৩০ হেক্টর আবাদ হয়েছে। বালাগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে আবাদ হয়েছে ৭ হাজার ১৩১ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে  বালগঞ্জ সদর ইউনিয়নে ১ হাজার ৭৪০ হেক্টর। কম আবাদ হয়েছে পশ্চিম গৌরিপুরে ৩৮০ হেক্টর। পূর্ব পৈলনপুরে আবাদ হয়েছে ১ হাজার ১৫০ হেক্টর, পূর্ব গৌরিপুরে ১ হজার ১শ ৭০ হেক্টর, বোয়ালজুড়ে ১ হাজার ৭৩ হেক্টর, দেওয়ানবাজার ইউনিয়নে ৯৬০ হক্টের  আবাদ হয়েছে। ওসমানীনগর উপজেলার মো. ইউসুফ আলী জানান, আল্লাহর রহমতে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় আমন আবাদ ভালো হয়েছে। বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের  উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, দুই উপজেলার ১৪টি ইউনিয়নের ২৯টি কৃষি ব্লকে এবার ১৬ হাজার ৮৮০ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ হয়েছে। সরকারের পক্ষ থেকে সময়মত সার, বীজ  ও কীটনাশক ঔষধ সরবরাহ করার কারণে এবার ভালো ফলন হয়েছে। যা গত বছরের চেয়ে ১ হাজার ৪৯০ হেক্টর বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ