Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ইসলামপুরে কনের বাবা ও ভাইয়ের কারাদন্ড

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরের প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল কিশোরী। বাল্যবিয়ের মত সামাজিক অভিশাপ নির্মূল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর  রাতে উপজেলা সহঃ কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের এআরডিও মহসিন রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পাথর্শী ইউনিয়নের পাথশী গ্রামে গিয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করেন। এ সময় সহঃ কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন সারা বাংলাদেশে বাল্য বিবাহ মেয়েদের অগ্রগতির পথে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হয়েছে। বাল্যবিয়ের কারণে বিভিন্ন এলাকায় যৌতুক, আত্মহত্যা, নারী নির্যাতন, তালাক, বহু বিবাহ, প্রতিবন্ধী শিশুর জন্ম, মা ও শিশু মৃত্যুর হার বৃদ্ধিসহ পারিবারিক ও সামাজিক অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সময় কনের বাড়ী পাথর্শীতে বাল্যবিয়ে আয়োজনের দায়ে  ভ্রাম্যমাণ আদালতে কনে মোছাঃ শাবনুরের বাবা মোঃ মুসা আলম ও বড় ভাই শফিকুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ