রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ‘জনসেবায় নিবেদিত কুড়িগ্রাম জেলা প্রশাসন’ শ্লোগানকে সামনে রেখে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক শত ‘অদম্য মেধাবী’ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসন শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিচালনা বোর্ড শনিবার সকালে কুড়িগ্রাম যুব উন্নয়ন ভবনের হলরুমে শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে হতদরিদ্র অদম্য মেধাবীদের হাতে নগদ অর্থ, সনদ, বঙ্গবন্ধুর স্বপ্ন সংগ্রাম এবং বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনী বই দেয়া হয়। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, বিজিবি’র পরিচালক লে.কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, জেলা দু’প্রকের সভাপতি এ কে এম সামিউল হক নান্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১ জন,এইচএসসি ও সমানে জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর দরিদ্র শিক্ষার্থী ৮ জনকে এই সম্মাননা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।