Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ই্ফান। তিনি বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে।
দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মো. বারির জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যেয়ে সে আর তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায়।
এসময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ