Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাওন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের মল্লিকহাটী মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শাওন শহরের মল্লিকহাটী পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। হত্যাকারী আলিফ নিহত শাওনের বন্ধু। আলিফ একই মহল্লার বাবু মিয়ার ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, শাওন পেশায় রাজমিস্ত্রী ও আলিফ টাইলস মিস্ত্রী। তারা পরস্পর বন্ধু। কিছুদিন আগে টাইলস মিস্ত্রী আলিফ রাজমিস্ত্রী শাওনের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। গতকাল বৃহস্পতিবার সকালে ঘাস কেটে হাঁসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে যান শাওন। সেখানে আলিফের সঙ্গে তার দেখা হওয়ায় পাওনা টাকা চায় শাওন। এই সময় তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শাওনের হাত থেকে হাঁসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে আলিফ।
নাটোর সদর থানার ওসি নাসিম আহম্মেদ বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ