Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্ব অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠবে বাংলাদেশ : এমপি বাহার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৯:৩৯ পিএম

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। বর্তমানে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ থাকবে -পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা টিকে থাকলে বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হবে। তাই আসুন আল্লাহর দরবারে নেত্রীর দীর্ঘ জীবনের জন্য দোয়া করি।

বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে ধনুয়াখলা ঈদগা মাঠে আয়োজিত তৃণমূল জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার আরও বলেন, শেখ হাসিনার সরকারের পরিকল্পিত উন্নয়নে এক সময়ের অবহেলিত কালিরবাজার আজ উপ-শহরে পরিনত হয়েছে। ১৯৯১ সালে নির্বাচন করতে এসে কাঁচা রাস্তায় কাঁদা দিয়ে গাড়ী নিয়ে প্রচারণা চালাতে পারিনি। মটর সাইকেলে চলতে হয়েছে। ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম সেশনেই কালিরবাজার ইউনিয়নে ৩০ কি.মি রাস্তা পাকা করেছি। আকবর হোসেন তিনবার মন্ত্রী হয়েও এক কি.মি. রাস্তা পাকা করতে পারেননি। আজ কালিরবাজারের কোথায়ও কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কালিরবাজারে আজ বড় সমস্যা মাদক আর অশিক্ষা। মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভার আগে এমপি বাহার প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কাবিলা-কালিরবাজার সড়কের প্রশস্থকরণ কাজের উদ্বোধন, প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যায়ে কমলাপুর-কৃঞ্চপুর ভায়া বেলতলী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ৬১ লাখ টাকা ব্যায়ে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।

কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ