Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গুরা সবুজ গ্রেফতার

সোনাগাজী (ফেনী)সংবাদ দাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ৪:৫৬ পিএম

সোনাগাজী (ফেনী)সংবাদ দাতা : সোনাগাজী উপজেলার শীর্ষ সন্ত্রাসী, যুবলীগ নেতা ও আট
মামলার পলাতক আসামী ছেরাজুল হক সবুজ প্রকাশ গুরা সবুজ (৩৪) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ।

জানা যায় শুক্রবার রাতে পুলিশ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের লকুর দোকান সংলগ্ন তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।সে ওই গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই ডালিম কুমার মজুমদারের নেতৃত্বে এসআই আবুল খায়ের,এসআই শহিদুল ইসলাম,এএসআই সালাউদ্দিনের সমন্বয়ে পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে গুরা সবুজ কে গ্রেফতার করে। এ সময় তার বসত ঘর তল্লাশি করে একটি শর্ট বন্দুক ও কার্টুজ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়,গুরা সবুজ যুবলীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মঙ্গলকান্দি ইউনিয়নে হুমকি,চাঁদাবাজি,হামলা ও ইয়াবা বিক্রির মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।তার বিরুদ্ধে গত কয়েকদিন পূর্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পোর্দার বাড়ীতে একাধিকার হামলা চালিয়ে লুটপাট,ভাংচুর ও অগ্নিসংযোগে ও নির্যাতনের অভিযোগ রয়েছে।এছাড়াও গত সেপ্টেম্বরে ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ তার বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান,সন্ত্রাসী গুরা সবুজের বিরুদ্ধে অস্ত্র,মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ০৮ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ