Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এমপি হাবিব ও মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনা এবং চেয়ার ছোড়াছুড়ি!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম

দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ সেন্টারে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনা এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত শান্ত করেছে পরিস্থিতি।

এদিকে এ অনুষ্টানে যোগ দিতে আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা সিলেট সফরে এসেছেন। এ দুই নেতা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়ূরকুঞ্জ সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে গড়ায়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন- ওখানে মারামারির ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। সকল ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সেখানে মোতায়েন রয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ