Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ অভিযানে যশোরে গ্রেফতার ২৮৬, অস্ত্র-বোমা উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ২:২৫ পিএম

যশোর ব্যুরো : যশোরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ২৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি, দুটি পাইপগান, ১১টি হাত বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অস্ত্র-গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ