Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে দেড় কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১:৫৯ পিএম

বেনাপোল অফিস : বেনাপোল সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সোবহান গাজির ছেলে হবিবার রহমান হবি (৩৫) ও আহম্মেদ আলীর ছেলে শওকত আলী (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান বেনাপোলের সাদিপুর গ্রামের আকবারের বাড়িতে হেরোইনের একটি বড় চালান বেচাকেনা হচ্ছে। পরে তারা ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ হবি ও শওকতকে আটক করেন। আটক হেরোইনের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানায় পুলিশ।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ