Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে ৬৪ জনকে গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৬ পিএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া ‘বিশেষ অভিযান’ চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চলে।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। তাদের অনেকে মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন আজ সকালে বলেন, খুলনা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে গত বৃহস্পতিবার থেকে ‘বিশেষ অভিযান’ শুরু হয়েছে। চলবে আগামী বুধবার (৭ ডিসেম্বর) পর্যন্ত। তিনি আরও জানান, গতকাল রাতে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি দেশীয় এলজি, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আসামিদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ