পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দোকান বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সিটি করপোরেশন যদি এটা বলে থাকে, তবে তা নিয়ে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার- পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের সংখ্যা অনেক কম। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।
জাহিদ মালেক বলেন, আধুনিক চিকিৎসায় রিসার্চের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে। এ জন্য ১০০ কোটি টাকার বাজেটে ধরা হয়েছে।
এ সময় স্বাস্থ্য শিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।