Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় এক ঢাঁই মাছের দাম ১৭ হাজার টাকা

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ২:১৮ পিএম

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো দেশ থেকে প্রায় বিলুপ্তি হয়ে যাওয়া ঢাঁই মাছ।মাছটির ওজন ৫ কেজি। মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়।

বৃহস্পতিবার ২৫ আগষ্ট দুপুরে ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে ঢাঁই মাছটি ধরেন জেলে রতন সরকার। মাছটি ৬ নং ফেরি ঘাটে পাশে কেসমত মোল্লার অস্থায়ী মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধ্যমে ৩ হাজার টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী আরিফা মৎস্য আড়ৎতের মালিক চান্দু মোল্লা। দেশ থেকে প্রায় বিলুপ্তি হয়ে যাওয়া মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতারা ভিড় জমায়। এই মাছের অনেক দাম হওয়ায় সাধারন মানুষ কিনতে পারে না।
পরে মাছটি ৩ হাজার ৪শত টাকা কেজি দরে মোট ১৭ হাজার টাকায় এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ