Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছিন্ন ব-দ্বীপ মনপুরাতে পৌনে ২শ কোটি টাকা ব্যয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে আগামী বছরের শুরুতেই

নাছিম উল আলম | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১১:১৬ এএম

দেশের অন্যতম বৃহৎ ব-দ্বীপ উপজেলা মনপুরায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের লক্ষ্যে প্রায় পৌনে ২শ কোটি টাকা ব্যায়ে বেসরকারী উদ্যোক্তার সহায়তায় ‘অফগ্রীড হাইব্রীড সোলার পাওয়ার’ ব্যাবস্থা চালু করতে যাচ্ছে ‘ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীÑওজোপাডিকো’। এরফলে সাগর বক্ষের বিচ্ছিন্ন দ্বীপ মনপুরাতে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে যাচ্ছে। দেশের দূর্গম এলাকার এ দ্বীপ উপজেলাতে কয়েক লাখ মানুষের বসবাসের পাশাপাশি একটি মৎস্য বন্দর গড়ে উঠলেও বরফের অভাবে সেখানে আহরিত মাছের গুনগত মান নষ্ট হচ্ছে। ফলে ঐ এলাকার জেলে সহ মৎস্যজীবীদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। সন্ধা নামলেই অমনিশার অন্ধকার নেমে আসে গোটা মনপুরা দ্বীপে। বর্তমানে ওজোপাডিকো শুধুমাত্র সান্ধ্য পীক আওয়ারে কয়েক ঘন্টার জন্য ডিজেল প্লান্টের সাহায্যে সিমিত কিছু এলাকায় বিদ্যুৎ সরবারহ করলেও উৎপাদন ব্যায়ও উঠে আসছে না। এমনকি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের সব উপজেলা থেকে সুদুর পল্লী এলাকায় বিদ্যুৎ পৌছে দিলেও মনপুরা নিয়ে অদ্যাবধী কোন কর্মপরিকল্পনা গ্রহন করেনি।
ওজোপাডিকো বিদ্যমান বিদুৎ উৎপাদন ও বিতরন ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও তহবিল সংকট সহ নানাবিধ প্রতিকবন্ধকতায় এতদিন তা সম্ভব হয়নি। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকেও মনপুরার বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে তাগিদ ছিল।
এ অবস্থাতেই ওজোপাডিকো ‘ওয়ের্ষ্টার্ন রিনোয়েবল এনার্জি কোম্পানী’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ২০ বছর ক্রয় চুক্তির ভিত্তিতে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাটিতে সৌর ও ডিজেল বিদ্যুৎ সরবারহ করতে যাচ্ছে। এ ব্যবস্থায় এশিয়া মহাদেশের বৃহত্বম ও সারা বিশে^র দ্বিতীয় বৃহত্বম ‘অফগ্রীড হাইব্রীড সোলার পাওয়ার’ সিষ্টেম চালু হতে যাচ্ছে মনপুরাতে। বেসরকারী এ প্রতিষ্ঠানটি প্রায় ১৭৪ কোটি টাকা ব্যায়ে দ্বীপ উপজেলাটিতে ১০ মেগাওয়াটের সোলার ও ২ মেগাওয়াটের ডিজেল পাওয়ার প্লান্টের পাশাপাশি লিথিয়াম অয়ন ব্যাটারী সম্বলিত ব্যাকআপ সিষ্টেমও স্থাপন করতে যাচ্ছে। এর ফলে সাগর বক্ষে এ দ্বীপটিতে যেকোন দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এরফলে দেশের অন্যতম বৃহত বিচ্ছিন্ন এ ব-দ্বীপটিতে প্রায় ২০ হাজার নতুন সংযোগ প্রদান সহ শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে। পাাশাপাশি দিনরাত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক সহ প্রকল্পটির পরিচালক।
আগামী বছরে শুরুতেই প্রকল্পটির কাজ শেষ করে ওজোপাডিকো’কে বিদুৎ সরবারহ করবে বেসরকারী প্রতিষ্ঠানটি। ওজোপাডিকো বেসরকারী প্রতিষ্ঠানটির কাছ থেকে আগামী ২০ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রায় ২১ টাকা দরে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ক্রয় করে সরকার নির্ধারিত দরে তার গ্রাহকদের কাছে তা বিক্রী করবে। প্লান্ট পর্যায়ে ওজোপাডিকো ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ গ্রহন করে বিতরন লাইনের সাহায্যে গ্রাহকের কাছে তা সরবাহ করবে জানা গেছে। এলক্ষে একটি পরিপূর্ণ সাব-স্টেশন সহ ১১ কেভি, ১১/.৪ কেভি সঞ্চালন ও বিতরন লাইন নির্মান কাজ করছে ওজোপাডিকো।
এরফলে এ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাটি দেশের উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে বলে আশা করছে বরিশালের বিভাগীয় প্রশাসন ছাড়াও ওজোপাডিকো’র দায়িত্বশীল মহল। এমনকি মনপুরাতে বিদ্যুৎ সরবারহ নিশ্চিত হলে সেখানে সমৃদ্ধ মৎস্য বন্দর গড়ে ওঠার পাশাপাশি ইকো টুরিজমের ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আশা করছেন বরিশালের বিভাগীয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ