Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় সার ব্যবসায়ীর ৬৫হাজার টাকা জরিমানা

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৬:৫৩ পিএম

অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে নাটোরের সিংড়ায় তিন সার ব্যবসায়ীর ৬৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ছাতারবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী শাহাদত আলীর ৩০হাজার এবং কালীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী ইমরান হোসেনের কুড়ি হাজার ও একই বাজারের সোহেল রানার ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, লাইসেন্স বিহীন অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে বুধবার (২৪আগস্ট) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছাতারবাড়িয়া ও কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তিনজনের ৬৫হাজার টাকা জরিমানা আদায় করেন। অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ