Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা জেলা পরিষদ হবে উন্নয়ন অবকাঠামোর সূতিকাগার : মনোনয়নপ্রত্যাশী ডা. খোরশেদ আলম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৪:৫৪ পিএম

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও স্থানীয় সরকার নির্বাচনে বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন আওয়ামী লীগ নেতা ডা. এবিএম খোরশেদ আলম।

বুধবার দুপুরে কুমিল্লা নগরীর হাউজিং এস্ট্রেটে লাইফকেয়ার হসপিটালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হওয়ার শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, কুমিল্লা জেলা পরিষদকে শক্তিশালী, স্বাবলম্বী ও গণতান্ত্রিক আকাঙ্খার প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এর কার্যকারিতায় আরও গতিশীলতা আনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. খোরশেদ আলম বলেন, একটি প্রতিষ্ঠান তখনই মর্যাদাপূর্ণ হয়ে ওঠে, যখন সেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকে। তিনি মনোনয়ন পেলে এবং চেয়ারম্যান নির্বাচিত হলে কুমিল্লা জেলা পরিষদে সেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে জেলা পরিষদ কখনও দলীয় কার্যালয় হবে না। এটি হবে কুমিল্লার সবকটি উপজেলার উন্নয়ন অবকাঠামোর সূতিকাগার।

মতবিনিময় সভায় ডা. খোরশেদ আলম তার পারিবারিক, শিক্ষাজীবন, চিকিৎসকপেশা ও সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক বর্নাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা ও পরিবার কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলের জন্য একজন নিবেদিত কর্মী। তার রাজনৈতিক পথচলায় দলীয় পদপদবী কখনো অনৈতিকভাবে ব্যবহার করেননি। সেই বিশ্বাস থেকে তিনি ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা থেকে চেয়ারম্যান পদে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ