বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৌমিত্র চক্রবর্তী, সীতাকুন্ড থেকে : নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীতাকুন্ড পৌরসভাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। এতে ফের যানজট ও দুর্ঘটনা বৃদ্ধির আশঙ্কা থাকলেও এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের তেমন কোন মাথা ব্যথা পরিলক্ষিত হচ্ছে না। ফলে মহাসড়ক আবারো পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে বলে আশংকা সচেতন মহলের।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করার পর প্রথম দিকে পরিবহন শ্রমিকরা ব্যাপক আন্দোলন শুরু করলেও প্রশাসনের কঠোর ব্যবস্থা ও নজরদারির কারণে এক পর্যায়ে সীতাকু- উপজেলাধীন মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। এসময় অটোরিকশাগুলো মহাসড়ক ছেড়ে গ্রাম্য সড়কে চলাচল শুরু করে। বলাবাহুল্য প্রথম দিকে সিএনজি অটোরিকশার অভাবে যাত্রীরা চরম দুর্ভোগে পড়লেও সময়ের সাথে বিভিন্নরকম লোকাল যানবাহন যাত্রীদের পরিবহন সংকট দূর করতে সক্ষম হয়। এ পর্যায়ে সিএনজি অটোরিকশা নিয়ে যাত্রীদের আগ্রহ যখন প্রায় শূন্যের কোঠায় ঠিক তেমনি সময়ে পৌর এলাকার ট্রাফিক পুলিশের গাফিলতির সুযোগে গত কয়েকদিনে আবারো মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল শুরু করে। এসব অভিযোগের সত্যতা খুঁজতে রোববার দুপুর সোয়া ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সরেজমিনে সীতাকু- উপজেলা গেইটে দাঁড়িয়ে দেখা যায়, কিছুক্ষণ পর পর একটি-দুটি করে সিএনজি অটোরিকশা সীতাকু- সদর থেকে মহাসড়ক হয়ে বাড়বকু- এলাকায় যাতায়াত করছে।
প্রায় ৪৫ মিনিট সময়ে অন্তত ১৮/২০টি সিএনজি অটোরিকশা নির্বিঘেœ চলতে দেখা যায়। এলাকাবাসী জানায়, মাত্র কয়েকদিন আগেও মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা চলাচল করত না। কিন্তু এখন অজ্ঞাত কারণে আবার চলাচল শুরু হয়েছে। মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন চালানো হচ্ছে তা জানতে চেয়ে একাধিক সিএনজি অটোরিকশা চালকের সাথে কথা বলতে চাইলেও তারা কোন কথা বলতে রাজি হননি। পৌরসদর থেকে বাড়বকু-গামী এক অটোরিকশা চালক এ প্রসঙ্গে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে বলেন, আমরা তো উড়ে যাচ্ছি না। পুলিশের সামনে দিয়েই যাচ্ছি। যদি কোন সমস্যা থাকে তারা দেখবে। তারা বাধা দেবে। আপনারা (সাংবাদিক) একথা জিজ্ঞাসা করার কে? এদিকে স্থানীয়রা জানান, শুধু পৌরসদরের দক্ষিণে বাড়বকু- পর্যন্তই নয়, গত কয়েকদিন ধরে পৌরসদর থেকে উত্তর দিকেও মহাসড়কে কমবেশি সিএনজি অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশা পৌরসদর থেকে ছোটদারোগারহাট, শেখপাড়া প্রভৃতি এলাকায় যাত্রী আনা নেয়া করছে। এদিকে মহাসড়কে অটোরিকশা চলাচল বিষয়ে জানতে চাইলে সীতাকু- পৌরসভা এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মোঃ আল-আমিন প্রতিবেদককে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আগে সকাল ৮টা পর্যন্ত মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করত। এখন সে সময় বাড়িয়ে ৯টা পর্যন্ত করা হয়েছে। এসময়ে সিএনজি অটোরিকশা চললে আমরা বাধা দিই না। কিন্তু এরপর কোন সিএনজি অটোরিকশা চলতে দেয়া হয় না বলে দাবী করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।