Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীর হেলিপ্যাডে টমেটো পাকানো জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লালবাগস্থ সরকারি হেলিপ্যাড মাঠে টমেটো পাকানোর জায়গা দখলকে কেন্দ্র করে শাহ আলম মেম্বার ও আমিরুল ইসলাম গ্রুপের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে সোলাইমান (৩৫), কাওসার (১৮), মোমিন (২৫), মামুনার রশিদ (২১), নুহু (৫০), মোহাম্মদ আলী (১৬), গোলাম আজম (২৩), আলমগীর (৩৮), দেলোয়ার (২৫), রহিম (৩৫) আহত হন। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে সরিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ