বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে মাদক মামলায় শাকিল খান সেন্টু নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলায় অন্য ৭ আসামিকে খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাকিল খান সেন্টুসহ ৪ জনকে গ্রেপ্তার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পরের দিন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি ডিবি পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য বলেন, মামলার প্রধান আসিকে যাবজ্জীন সাজা দেওয়া হয়েছে। আমরা রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।