Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনের ১৬ জেলের সন্ধান মেলেনি

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ফেরার প্রতিক্ষায় জেলে পরিবারে আহাজারী। ছয় দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ও চরমানিকার হতভাগ্য ১৬ জেলের। নিখোঁজ স্বজন বাড়িতে কবে আসবে সেই প্রতিক্ষায় দিন কাটাচ্ছে পরিবারবর্গ। সাগরে মাছ শিকারে যাওয়া ২ ট্রলারের ১৬ জেলের। গত শুক্রবার ঝড়ের রাত থেকেই এসব জেলের কোন খোঁজ মিলছে না। সর্বশেষ গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য মতে নিঁেখাজ ১৬ জেলেরা হলেন, চরমানিকা এলাকার আ. বারেক (৩৬), আল আমিন (২৪), দেলোয়ার (৫০), ইব্রাহিম (৩০), আলাউদ্দিন মীর (৫১), আবুল মৃধা (৫৫), আলাউদ্দিন মনির (৪০), সরোয়ার শিকদার (৪১), শাহিন (২২), আলাউদ্দিন (৪৫), শফিউল্যাহ (৫২), আবুল কালাম (৫৪), হাদিস (৪২), আ. খালেক (৩১) ও হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরার আ. রব মিঝি (৪৮), ও ওসমানগঞ্জের রফিকুল ইসলাম (৪৫)। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড চেস্টা চালিয়ে যাচ্ছে। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়ায় আতঙ্ক-উৎকন্ঠা বাড়ছে। কান্নায় ভেঙ্গে পড়েছেন। তার উপার্জিত টাকা দিয়ে সংসার চলতো। গত কয়েক দিন দরে ঘরে চুলা জ্বলছেনা। উপজেলা প্রশাসন, কোস্টগার্ড কয়েকদিন নিখোজদের খোঁজে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েও সন্ধান পাচ্ছেনা নিখোঁজ ১৬ জেলের। এতে আতঙ্ক আর উৎকন্ঠা আরো বেড়ে গেছে জেলে পরিবারগুলোতে। গতকাল সরেজমিন কয়েকটি জেলে পল্লী ঘুরে দেখা গেছে, প্রিয় মানুষটি কবে ফিরে আসবে এ নিয়ে হতভাগ্য জেলে পরিবারগুলোতে স্ত্রী-সন্তানদের গত কয়েকদিন অবিরাম অশ্রু ঝড়ছে। দিন যত যাচ্ছে ততই অস্থির হয়ে পড়ছে স্বজনরা। কে দিবে সান্তনা কে দিবে সন্ধান তাদের। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ২ ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ