Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুমকিতে সভাস্থলে ১৪৪ ধারা

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হলপট্রি পদ্মা ব্যাংক সংলগ্ন ৪০০ গজের মধ্য ফৌজদারী কার্যবিধির ১৮৯৮এর ১৪৪ ধারা অনুযায়ী আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষার্থে সকল ধরনের সভা-সমাবেশ মিটিং মিছিল গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ঘোষণার পর পরই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলার বিএনপির একাংশের নেতৃত্বদানকারী যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করেন। কর্মসূচীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর কে প্রধান অতিথি করা হয়। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের করার ঘোষণা দেয়।
এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ