Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সখিপুরে অবৈধ বৈদেশিক মুদ্রার জমজমাট বাণিজ্য

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় প্রায় ৫ লাখ জনসংখ্যার মধ্যে অধিকাংশই সিংগাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, সৌদি আরবসহ বিশে^র বিভিন্ন দেশে কাজকর্ম করে এবং বসবাস করে। সেই সুবাধে সখিপুরে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা প্রতিনিয়ত লেনদেন হচ্ছে। সখিপুরে বৈধ কোন মানি একচেঞ্জ না থাকায় সদরের উপজেলা রোড, মসজিদ রোড, তালতলাচত্বরসহ বড়চওনা, কচুয়া, নলুয়া, তক্তারচালা বিভিন্ন হাট-বাজারের দোকান-পাটে বৈদেশিক মুদ্রা টাকায় রুপান্তর করা হচ্ছে। এটা এখন ওপেন সিক্রেট ব্যবসায় পরিনত হয়েছে। এ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম শাহীন, জামাল মেলেটারি, জাহাঙ্গীর, নজরুল অন্যতম। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অবৈধ বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী বলেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই আমরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছি। এভাবে অবৈধভাবে বৈদেশিক মুদ্রার ব্যবসা পরিচালিত হওয়ায় এবং সরকারের কোন নিয়ন্ত্রন না থাকায় এ অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হতে পারে বলে বিজ্ঞমহলের ধারনা। যা সুষ্ঠ, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ