Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোনো অপরাধের বিষয়ে ছাড় নয়

কুমিল্লার নবাগত পুলিশ সুপার

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে উল্লেখ করে কুমিল্লার নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে কুমিল্লা জেলার পুলিশ টিম। যে কোন অন্যায় রুখতে আমরা পিছপা হবো না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে কুমিল্লা জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়কের পাশে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান এসব কথা বলেন। কুমিল্লাকে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের প্রাচীন জেলা উল্লেখ করে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কোন অপরাধের বিষয়ে ছাড় নয়। যে কোনো ঘটনায় জেলা পুলিশ নৈতিকতার সাথে দায়িত্ব পালন করবে। নবাগত পুলিশ সুপার বলেন, কোন সাধারণ মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয়। জনগণের সাথে পুলিশের সেবামূলক সম্পর্কের আরও উত্তরণ ঘটাতে কাজ করে যাবো আমরা। সর্বোপরি কুমিল্লার আইন-শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে সাংবাদিকসহ সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা চাই। গত বছর কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ ব্যাপারে তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দূর্গা পূজা। এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির। এটা ইতিহাস-ঐতিহ্যের জেলা কুমিল্লাতে অক্ষুন্ন রাখতে হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ