Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত সোমবার শ্রীবরদী পৌর শহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহাম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
অনুমোদনবিহীন রং দিয়ে বিভিন্ন প্রকার শিশুখাদ্য পাওয়ায় ডাকবাংলোর রোডের মোস্তফা স্টোরকে ৮ হাজার টাকা, মিজান স্টোরকে ১০ হাজার টাকা, পৌর শহরের চাউল হাটি এলাকায় ২ চাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও শ্রীবরদী সরকারি কলেজ রোডে নকল আসিয়া কোম্পানির পানি (ব্যাটারির পানি) বিক্রি করায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. রুবেল আহাম্মেদ। ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে শ্রীবরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, শ্রীবরদী থানার এসআই মো. রেজাউল উপস্থিত
ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ