Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বেতাগীতে নছিমা বেগম (৪০) এক গৃহবধূ কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে সে বরিশাল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের রহিমাবাদ গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। স্থানীয়রা জানায়, সকাল এগারটার দিকে ভাসুর আলী আকবর নছিমা বেগমের স্বামী মো: মোস্তাফিজুরের অনুপস্থিতে তার ঘরে প্রবেশ করে দাও দিয়ে মাথায় ও গাড়ে কুপিয়ে আহত করে। দুপুর দেরটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ