Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো সঙ্গীত ঐক্য বাংলাদেশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

‘সঙ্গীত ঐক্য বাংলাদেশ’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে কেন্দ্র করে প্রায় তিন লাখ টাকা মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার্তদের মধ্যে টিন বিতরণ করেছে। মৌলভী বাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই বিতরণ প্রক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের মধ্যে টিন বিতরণ করেন। অনুষ্ঠানে সঙ্গীত ঐক্য বাংলাদেশের পক্ষে জুমে সংযুক্ত ছিলেন সংগঠনের মহাসচিব নকিব খান এবং কুমার বিশ্বজিৎ। কুমার বিশ^জিৎ বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে তার প্রয়াণ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার বন্যা দুর্গতদের মধ্যে টিন বিতরণ করেছে আমাদের সংগঠন সঙ্গীত ঐক্য পরিষদ। বন্যাকালীন সময়েই আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেই সময় সরকারী-বেসরকারী অনেক সহযোগিতা পাচ্ছিলেন বন্যা দুর্গতরা। তাই পরবর্তীতে একটু সময় নিয়ে আমাদের সংগঠনের সঙ্গীতশিল্পী মৌলভীবাজারের ইউএনও সাবরীনা রহমান বাঁধনের সমন্বয়ে বন্যা দুর্গতদের মধ্যে আর্থিক টিন বিতরণ করেছি। এতে তারা নিজেদের আবাসন ঠিক করে শান্তিতে বসবাস করতে পারবেন। আমি ধন্যবাদ জানাই সঙ্গীত ঐক্য বাংলাদেশ’র সাশে সম্পৃক্ত সবাইকে এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক, সঙ্গীতশিল্পী বাঁধনসহ এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে। সকলের সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের এই আন্তরিক প্রচেষ্টা সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও সংগঠনের সবাই আন্তকরিকতা নিয়ে যেকোন কাজে বিশেষ করে দেশের নানা দুর্যোগে পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা। সাংগঠনিকভাবে সঙ্গীত ঐক্য পরিষদ যে একটি কার্যকরী সংগঠন তা যেন বারবার প্রমাণ করতে পারি আমরা। উল্লেখ্য, ‘সঙ্গীত ঐক্য পরিষদ’ মূলত গীতিকার, সুরকার ও শিল্পীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। কুমার বিশ^জিৎ জানান, ভবিষ্যতে এই সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের সামাজিক কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ