Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে ভোলায় দলীয় কর্মী আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবনের ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টায় নাচোল ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, হারুনুর রশিদ সংসদ সদস্য, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩ যুগ্ম মহাসচিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সংসদ সদস্য, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলহাজ্ব আমিনুল ইসলাম ।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোসি, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুর কামাল, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও জাকারিয়া আল- মেহরাব।

প্রধান অতিথি গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়াসহ সকল নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে সরকারের প্রতি নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ