Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালন করেছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রুর সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য সিং ইয়ং ¤্রাে,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছারসহ জেলা পরিষদের  অধীনস্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, শান্তি চুক্তি সরকারের একটি ঐতিহাসিক চুক্তি, এ চুক্তির ফলে পার্বত্য এলাকার দীর্ঘদিনের সংঘাতের অবসান হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন, অচিরেই শান্তি চুক্তির সকল ধারা বাস্তবায়ন হবে এবং পার্বত্য এলাকার আরো উন্নয়ন সাধিত হবে। এ ছাড়াও একই দিন দুপুর ২টায় পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেএসএস সমর্থিত চুক্তি উৎ্যাপন কমিটি উদ্যোগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের এক জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন থোয়াইচপ্রু মাস্টার। সমাবেশে বক্তারা পার্বত্য চুক্তির মূল ধারাগুলো দ্রুত বাস্তবায়ন করে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ