Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান (বীর প্রতীক)-এর ৪৫তম মৃত্যুবাষির্কী আজ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শহীদ লে: ইবনে ফজল বদিউজ্জামান (বীর প্রতীক) ১৯৪৯ সনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নাটগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সনের জানুয়ারি মাসে তিনি পাকিস্তানের মিলেটারি কাকুলে যোগদান করেন। তিনি ১৯৭১ এর জুন মাসে পাক বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিশ্বস্ত দুইজন বাঙালি অফিসারকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে সরাসরি চলে যান ভারতে এবং ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এসএস ফোর্সে যোগদান করেন। দেশ শত্রুমুক্ত হবার আর বেশি দেরি নেই। ১৯৭১ এর ৩রা ডিসেম্বর গভীর রাতে আখাউড়ায় সীমান্তবর্তী রামধন নগর গ্রাম এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়ে বিরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করে চলেছেন। সারা রাত যুদ্ধ, সূর্য উঠার আর বেশি বাকি নাই, এমনি এক মুহূর্তে পাক বাহিনীর আর্টিলারি সেল এসে পড়ে প্রতিভাবান তরুণ সাহসী মুক্তিযোদ্ধা লে: বদিউজ্জামানের ওপরে। মাতৃভূমির জন্য লড়ে রণাঙ্গণেই সকল সাথীদেরকে কাঁদিয়ে শহীদ হলেন মুক্তিযোদ্ধা লে: বদিউজ্জামান। গর্বিত এই শহীদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের নিজ বাড়ী কলেজ রামদিয়া, শহীদের কবর আখাউড়া এবং শহীদ লে: বদিউজ্জামান (বীর প্রতীক) স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে পবিত্র কোরআন খানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ