Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ট্রেইলার চাপায় ২ প্রাইভেট কার আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১০:৩৭ পিএম

নগরীর সাগরপাড় সংলগ্ন সিটি আউটার রিং রোডে ট্রেইলারের ধাক্কায় একটি প্রাইভেট কারের ৪ আরোহীর মধ্যে দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেইলরের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে।

সোমবার নগরীর পাহাড়তলী থানার ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- মোহাম্মদ নাসির (৪০) ও কামাল হোসেন (৪৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে। আহতদের মধ্যে ইসমাইল হোসেন (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় আরও একজন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, প্রাইভেট কারটি পতেঙ্গা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। রোডের ওয়াই জংশন এলাকায় বন্দরমুখী একটি ট্রেইলরের ধাক্কায় কারটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা কার থেকে আহত অবস্থায় চারজনকে বের করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্রেইলরের চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি হেফাজতে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ