Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজাদপুরে গ্রামবাসীর হামলায় এসিল্যান্ড আহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া-হলদীঘর গ্রামের উশৃংখল জনতার হামলায় সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর এর ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার রাতেই উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১২০ নারী ও পুরুষকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর সাত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বলদীপাড়াহলদীঘর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন, আল মাহমুদের স্ত্রী ঝরনা খাতুন, হুমায়ুন কবীরে স্ত্রী ওজুফা বেগম, মো. নজরুল ইসলামের স্ত্রী হুসনেয়ারা, মো. আনসার আলীর স্ত্রী মালেকা খাতুন, জামাল প্রমানিকের স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আলিমের স্ত্রী সুফিয়া খাতুন । মামলা দায়েরের পর থেকে এলাকা পুরুষ শূন্য হয়ে পরেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলা জানান, গত রোববার রাতেই ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১২০ নারী ও পুরুষকে আসামি করে মামলা করেন। মামলা পরপরই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া ও হলদিঘর গ্রামে অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজ দেখে অপর আসামিদেরও গ্রেফতার করা হবে। উল্লেখ্য, গত রোবাবার কায়েমপুর ইউনয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বলদীপাড়া-হলদীঘর গ্রামের সরকারের নামে রেকর্ডকৃত ১.২২ একর খাস সম্পত্তি চিহ্নিত করা হয়। উক্ত স্থানে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হলে গ্রামের একটি মহল ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে দাবি করেন। এক পর্যায়ে গ্রামের ওই মহলটিই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বাধার সৃষ্টি করে এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এদিকে গত রোবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান আশ্রায়ণ প্রকল্পের ওই জায়গা পরিদর্শনে গেলে গ্রামের একদল উশৃঙ্খল নারী-পুরুষ লাঠি-সোটা নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে সহকারি কমিশনার লিয়াকত সালমান গুরুতর আহত হন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ