Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহরমসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ

বরগুনায় ছাত্রলীগের ওপর লাঠিচার্জ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে গত রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। গতকাল সোমবার বিকেলে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, গত রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ফেরার পথে পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ আছে এসময়ে পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন প্রচন্ড ক্ষুদ্ধ হয়।
এ ঘটনায় সংঘর্ষস্থলে দায়িত্বরত অতিরিক্ত পুরিশ সুপারকে প্রথমে বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ