Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

এক ইউনিয়নে ৫ দিনে মারা গেল ৩ শিশু!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৬:৪৭ পিএম

চট্টগ্রামের রাউজানে ৫দিনে এক ইউনিয়নে পুকুরে ডুবে মারা গেল ৩ শিশু। সর্বশেষ আজ সোমবার মারা যাওয়া শিশুর নাম মাইমুন ইসলাম মজুমদার। বয়স দেড় বছর। নিহত শিশু উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার শিক্ষক মিজানুর ইসলাম মজুমদারের ছেলে। সোমবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।

মিজানের চাচাতো ভাই মাসুদ হোসেন রুবেল বলেন, আজ সকালে মা-বাবা ও শিশু সন্তান মাইমুনসহ সবাই উঠানে ছিল। ছেলে উঠানে খেলা করছিল। হঠাৎ তাদের অগোচরে কোন এক সময় মাইমুন পেছনের পুকুর চলে যায়। পরে অনেক খোঁজাখুজি করে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে তাকে পাহাড়তলীর স্থানীয় এক চিকিৎসক ডা. খোরশেদ আলমের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শিক্ষক মিজানের প্রকৃত বাড়ি পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া মজুমদার বাড়িতে হলেও তেমন কেউ না থাকার সূত্রে নানার বাড়ি কদলপুর খলিপাড়ায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা দু:খজনক।

এদিকে একই ইউনিয়ন থেকে গত ১৯ আগষ্ট পুকুর থেকে মো. আহান চৌধুরী নামে ৫ মাসের এক শিশুপুত্রের ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। ওইদিন বেলা ১২টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম ফকিরের বাড়িস্থ নানার বাড়ীতে এ ঘটনা ঘটে। সে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ির রবিউল হোসেন চৌধুরী ও সৈয়দা ফারজানা আকতারের একমাত্র ছেলে সন্তান

এর আগে ১৭ আগষ্ট পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে মো. জিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টায় কদলপুর ইউনিয়নের মাইজপাড়া ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. খোরশেদ আলমের পুত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ