Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ের মাসে বিটিভিতে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান। ইতোমধ্যে বেশকিছু অনুষ্ঠানের রেকির্ডিং সম্পন্ন হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পী, সাংবাদিক, কথাসাহিত্যিক, শিক্ষক, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ।
১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র্রে প্রচারিত এমআর আখতার মুকুলের চরমপত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্ত কর ভয়’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আফরোজা হক রিনার পরিকল্পনায় বিটিভির এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ও অভিনেত্রী নওশীন। অংশ নিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলী, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া ১৩ জন মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলীরা হলেনÑ মো. আবদুল জব্বার, বুলবুল মহলানবীশ, নমিতা ঘোষ, মালা খুররম, সৈয়দ হাসান ইমাম, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, কবি আসাদ চৌধুরী, সুজেয় শ্যাম, ডালিয়া নওশীন, তপন মাহমুদ, রেজাউল করিম, রূপা ফরহাদ ও আসফাকুর রহমান খান। অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা শাহজাহান, আফজাল হোসেন, এনায়েত হক গামা, শামসুল হক, মো. হারুন অর রশীদ, তসলিম আহমেদ, কুতুব উদ্দিন আহমেদ, নূরুল ইসলাম বাচ্চু, রোকেয়া কবীর, উম্মে হাসান, বদিউজ্জামান ও আবুল কালাম আজাদ দারু। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল অস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলা ছিল না, এটা একটা বিশাল রাজনৈতিক ও আর্থ-সনামাজিক ঘটনা। অনেকেই যেমন সরাসরি অস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলা করেছেন, তেমনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কিংবা শব্দসৈনিকেরা তাদের শিল্পকর্ম দিয়ে শত্রুর মনোবল ভেঙে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রেখেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। এমআর আখতার মুকুলের চরমপত্র তেমনি এক দলিল। মুক্তিযুদ্ধের সেইসব অস্ত্রসৈনিক এবং শব্দসৈনিকদের একত্র করে এই অনুষ্ঠান হয়েছে। স্বাধীনতা উত্তর প্রজন্মের কাছে এই অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল হয়ে থাকবে। আশা করছি সব মিলিয়ে অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে মুক্তিযুদ্ধের তাৎপর্য ও সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। উপস্থাপনায় ড. নুজহাত চৌধুরী, শবনম আজিম ও সোহেল হায়দার চৌধুরী। প্রযোজনায় মাহফুজা আক্তার, মনিরুল হাসান ও ইমাম হোসেন। অনুষ্ঠানের অতিথি থাকবেন দেশের বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ। ইতোমধ্যে বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, অধ্যাপক মেসবাহ কামাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক আবেদ খান, ডাক্তার দিপু মনি এমপি, অধ্যাপক ড. আবদুল মান্নান, অধ্যাপক মাহফুজা খানম, নাট্যজন রামেন্দু মজুমদার, সাংবাদিক ও শহীদ পরিবারের সন্তান জাহিদ রেজা নূর, কবি মোহাম্মদ নুরুল হুদা, অধ্যাপক ড. মুনতাসির মামুন, কবি মোহাম্মদ সামাদ, অ্যাডভোকেট আফজাল হোসেন, মুজিবুর রহমান, কাজী খলিকুজ্জামান আহমদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
বিটিভি মহাপরিচালক এসএম হারুন অর রশীদ বলেন, মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে স্বাধীনতাউত্তর প্রজন্মের কাছে সুন্দর এবং সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ