Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে দিনে দুপুরে দুই ফ্লাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

১৪ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১০:০০ পিএম

ঝালকাঠির রাজাপুর থানার পিছনে প্রায় দু’শ গজের মধ্যে টিএন্ডটি সড়কে পাঁচতলা ভবনের তৃতীয় তলার দুই ফ্লাটের তালা ভেঙ্গে আজ (২১ আগস্ট) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ফ্লাটের লোকজন বাসায় ছিলনা। দূর্বৃত্তরা দুই ফ্লাট থেকে সারে ১৪ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এক ফ্লাটের ভাড়াটিয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মোঃ কাওসার আহম্মেদ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২০ আগস্ট শনিবার বাসায় তালা লাগিয়ে জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ২১ আগস্ট দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে কাঠের আলমারি ও আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, দেড়ভরি ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও ১ভরি ওজনের স্বর্ণের ৩টি আংটি নিয়ে গেছে।

অন্য ফ্লাটের ভাড়াটিয়া পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার মিরুখালি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল হক সবুজ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২১ আগস্ট রোববার সকাল দশটার দিকে বাসায় তালা লাগিয়ে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বরিশালে যান। দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে ষ্টীল আলমারি এবং আলমারির ড্রয়ার ভেঙ্গে তার আড়াই ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন,২ভরি ওজনের গলার স্বর্ণের হার ১টি, দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি ১ জোড়া, পৌনে একভরি ওজনের স্বর্ণের আংটি ৪টি, ১ভরি ওজনের স্বর্ণের দুল ৩ জোড়া ও বিশ হাজার টাকা নিয়ে গেছে। তার কাছে তার স্ত্রীর বড় ভাইয়ের জমা রাখা দেড় ভরি স্বর্ণের ওজনের ১টি গলার হার, আধাভরি ওজনের স্বর্ণের আংটি দুটি ও দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি এক জোড়া চোর নিয়ে গেছে।

পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এবিষয় রাজাপুর থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা বলেন, কিছুক্ষন আগে এই চুরির বিষয়ে একখানা অভিযোগ পেয়েছি, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ