Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৯:৫৭ পিএম

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অবরোধ করে কয়েকশ শিক্ষার্থী। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

তবে পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রশাসনের হস্তক্ষেপে এক ঘণ্টা পরে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদ বলেন, বিগত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে ৩ বছরে রুপান্তরের মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আমরা তার এই মন্তব্যে উদ্বিগ্ন। আমরা মনে করি শিক্ষা মন্ত্রী অদূরদর্শীভাবে ডিপ্লোমা কোর্সের সময়সীমা কমানোর কথা ভাবছেন। এতে করে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারব না। আরেক শিক্ষার্থী রাশেদুল বলেন, আমাদের দাবি অবিলম্বে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ছাত্র সমাজের ক্ষোভ নিরসন করতে হবে। শুধু আমরা না, সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করি না। এতে আরও বক্তব্য দেন রাফি, বায়েজিদ, রাতুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা আজ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাদের যৌক্তিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে বলি। মানুষের দুর্ভোগ হয় এমন কোন কাজ না করার জন্য আহ্বান রাখি। শিক্ষার্থীদের সড়ক ছেড়ে স্মারকলিপি প্রদানসহ অন্যান উপায়ে তাদের দাবি তুলে ধরার জন্য বললে তারা সড়ক ছেড়ে দেন। মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেন।



 

Show all comments
  • jack ali ২১ আগস্ট, ২০২২, ১০:২০ পিএম says : 0
    দেশদ্রোহীরা এমনভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যে যারা শিক্ষা গ্রহণ করে তারা দেশের বেকার হয়ে থাকে তারা কোন কাজ করতে পারে না এরা এইজন্যই করেছে যে ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ লোক এসে আমাদের দেশে কাজ করবে এবং আমাদের দেশটাকে পরনির্ভরশীল করে ফেল ফেলেছে একটা পরনির্ভরশীল দেশ কখনো উন্নত হয় না নিজের পানা থাকলে পরের ঘাড়ে চড়ে দৌড়াতে পারে না কখনও কোন লোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ