Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিনের প্লাস্টিক সামিট শুরু আজ

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চারদিনের প্লাস্টিক সামিট আজ থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম আন্তর্জাতিক এই সামিট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দীন জানান, ১১তম প্লাস্টিক মেলায় ২২ দেশের ৩৫০টি স্টল থাকবে। মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সামিটের উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। সামিট উপলক্ষে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ অনেকে। সামিটের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল। জসিম উদ্দীন বলেন, আগে আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার নাম থাকলেও চলতি বছর থেকে আন্তর্জাতিক প্লাস্টিক সামিট নাম দেয়া হয়েছে। এশিয়া প্লাস্টিক ফোরামের (এপিএফ) ২৫তম কাউন্সিল মিটিং এবং একইসঙ্গে অনেকগুলো সেমিনার হওয়ায় এ আয়োজনকে আন্তর্জাতিক সম্মেলন বা সামিট বলা হচ্ছে। তিনি বলেন, প্লাস্টিক খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এ খাতের বিকাশ আরও ত্বরান্বিত করতে প্লাস্টিক সামিট অসামান্য ভূমিকা রাখতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারদিনের প্লাস্টিক সামিট শুরু আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ