Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলে ফিরেছেন শিক্ষিকা

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

পঞ্চগড় জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গত ৮ আগস্ট দৈনিক ইনকিলাবে স্কুল ফাঁকির অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে শিরোনামে সংবাদ প্রকাশের পর ১৬ আগস্ট থেকে স্কুলে ফিরেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা প্রেমহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাহরীন। এখন স্কুলের অন্য শিক্ষকদের মিলবে স্বস্তি, বাড়বে পড়ালেখার মান। তবে শিক্ষিকার বিরুদ্ধে এখন পর্যন্ত কেনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন জানান, মেডিকেল ছুটির আবেদন দিয়ে ছুটি কাটাচ্ছিলেন তিনি। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৬ তারিখে ফিটনেস সার্টিফিকেটসহ যোগদানের আবেদন করেন। এখন তিনি স্কুলে আসতেছেন। তবে ফিটনেস সার্টিফিকেট দেখতে চাইলে দেখাতে পারেননি তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, বোদা উপজেলা শিক্ষা অফিসার না থাকায় খবর নিতে পারিনি। বিষয়টি ছেড়ে দেয়ার না, আমি নিজেই সরেজমিনে তদন্ত করে দেখব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ