Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরের ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার

যানজটে আটকা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মো. মনির হোসাইন, মুরাদনগর (কুমিল্লা) থেকে : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। গত শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় পৌঁছলে দীর্ঘ যানজটে আটকে ছিলেন ডিআইজি। কিন্তু ওই সময় মুরাদনগর থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় ঘটনার কিছুক্ষণ পর ওসি আবুল হাসিমকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এই খবর পেয়ে রাস্তায় ছুটে আসেন ওসি। ততক্ষণে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়ে যায়। জেলা পুলিশের বিশেষ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রত্যাহারের আদেশে ডিআইজির যানজটে আটকে থাকার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, যানজটে পড়ায় নয়। দায়িত্বে অবহেলার কারণে মুরাদনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে গত শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ওসি আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার এ পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। তাছাড়া মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিল। তারপরও আমি অবগত থাকলে অবশ্যই যানজট নিরসন করে রাখতাম। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো সময়ে যে কাউকে বদলি ও প্রত্যাহার এবং এক স্টেশন থেকে অপর স্টেশনে স্থানান্তর করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। ওই প্রক্রিয়াতেই আবুল হাসিমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ