Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনেও ৪২ জেলের খোঁজ মেলেনি

চরফ্যাশনের জেলে পরিবারে কান্নার রোল

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

তিন দিন অতিবাহিত হলেও স্বজনদের না পেয়ে জেলে পরিবারে কান্নার রোল থামেনি। চরফ্যাশনের ৯ ট্রলারের মধ্যে ৬ ট্রলারের ১৮ জেলে ফিরে এলেও এখনও নিখোঁজ ৪২ জেলে। বৈরি আবহাওয়ায় সাগরে থাকা জেলেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জেলেদের জীবন নিয়ে অজানা আশঙ্কায় পরিবারগুলো। চর মানিকার কচ্ছপিয়ার বারেক মাঝির এম.বি লামিয়া ট্রলারের ১৭ জন, আহাম্মদপুর ও জাহানপুরের খোকন মাঝি ও মান্নান মাঝির ২৫ জেলে এখনও নিখোঁজ রয়েছে। গতকাল রোববার ৬ ট্রলারের ১৮ জন জেলে ঝড়ের কবলে পড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়ার পর বাড়ি ফিরেছেন।

মাইনউদ্দিন মৎস্যঘাট আড়ৎ মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান জানান, গত পাঁচ দিন আগে মাঝিসহ ৬০ জন মাল্লা নিয়ে ওই ঘাটের চারটি ট্রলার গভীর সাগরে ইলিশ শিকারে যান। গত শুক্রবার বৈরি আবহাওয়া শুরু হলে মাছধরা ট্রলারের জেলেদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের খলিল মাঝির এফবি মা ফিরোজা, ইউসুফ মাঝির এফবি ফাতেমা, সিরাজ মাঝির মাছধরা ট্রলার ৪৯ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান। এদিকে, সামরাজ ঘাটের কাদের মিয়ার মালিকানাধীন মাছ ধরার ট্রলার, ফারুক মাঝির, কচ্ছপিয়া ঘাটের এফবি লামিয়া নামের আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন মাঝি ও জামাল মাঝির জেলে ট্রলারের ৬৫ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে গিয়ে ১১৪ জন জেলে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। অপরদিকে সামরাজ ঘাটের জামাল মাঝির ট্রলারটি ১৩ জন মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে গেলে বৈরি আবহাওয়া তীব্র টেউয়ের তোড়ে মহিপুরের সংলগ্ন এলাকায় ডুবে গেলে অপর ট্রলারের মাঝিরা তাৎক্ষণিক ৮ জেলেকে উদ্ধার করে।
চরমানিকা কোস্টগার্ড নিখোঁজ জেলেদের সাগরে উদ্ধারে প্রশাসন ও কোস্টকার্ড তৎপর রয়েছে বলে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ