বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। এনিয়ে নিখোঁজ থাকা আটজনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ৩ জন জেলে নিখোঁজ রয়েছে।
উদ্ধারকৃত মৃত জেলেরা হলো, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে হোসেন আহমদ, একই ইউনিয়নের মামুন পাড়ার আবুল হোসেনের ছেলে আজিজুল হক ও হামজার ডেইল এলাকার নুরুল হকের ছেলে মোহাম্মদ আবছার। এর আগে গত শনিবার বিকাল ও রাতে উদ্ধার হয়েছে একই ইউনিয়নের মো. আইয়ুব ও সাইফুল ইসলাম নামের আরও দুই জেলের লাশ।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের আঘাতে এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। সদর উপজেলার খুরুশকুলের জনৈক জাকির হোসাইনের মালিকাধীন এ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় ট্রলারটির দুর্ঘটনার শিকার হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে ৮ জনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিল। পরে গত শুক্রবার রাতে সাগরে অবস্থানকারি বিভিন্ন ট্রলার নিখোঁজ থাকা ৩ জেলেকে উদ্ধার করে। দুর্ঘটনার শিকার ট্রলারটি এখনো উদ্ধার হয়নি। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, গতকাল রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা লাশ তিনটি উদ্ধার করেছে। পরে স্বজনরা লাশগুলো শনাক্ত করার পর খুরুশকুলে বাড়িতে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।