রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জারীকারক না থাকায় নামজারীসহ বিভিন্ন কার্যক্রমে লোকজন ভোগান্তির শিকার হয়েছে। নামজারী খতিয়ান সৃষ্টি, আদালতের ১৪৫ ধারার অভিযোগ, আপত্তি ও সংশোধনীর ক্ষেত্রে বাদী-বিবাদী উভয়পক্ষকে নোটিশ প্রদান করতে হয়। উক্ত নোটিশ পক্ষদ্বয়ের মধ্যে জারীকারক জারী করে থাকেন। অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তির জন্য পক্ষদ্বয়ের মধ্যে সঠিকভাবে নোটিশ জারী না হলে অনেক সময় লোকজন ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়। ভূমি অফিসের দায়িত্বে থাকা জারীকারক আইয়ুব মিয়া গত জুলাই মাসে অবসর নেয়ার কারণে জারীকারকের পদ শূণ্য হয়। বর্তমানে জারীকারক না থাকায় নামজারীসহ বিভিন্ন আবেদন, আপত্তি ও অভিযোগের বিষয়ে নোটিশ জারী করতে না পেরে দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে নিষ্পত্তি হচ্ছে না। এ অবস্থায় কিছু অফিস সহকারীকে জারীকারকের অস্থায়ী দায়িত্ব দেয়ার কারণে তারা অফিসে বসেই জারীর রিপোর্ট দিচ্ছে বলে অনেকের অভিযোগ। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি জানান, জারীকারকের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। শীঘ্রই জারীকারক নিয়োগ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।