Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাদকসেবী আটক

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বোদায় দুই মাদক সেবনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সংলগ্ন বোদা পাইলট মডেল স্কুল এন্ড মাঠে মাদকসেবনকারী আনিছুর (২৫) ও খোকন (২৬) মাদক বিক্রেতাদের কাছে মাদক ক্রয় করতে আসেন। মাদক ক্রয়ের সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে মারপিট শুরু হলে স্থানীয় জনতা মাদক সেবনকারীদের আটক করে। এ সময় সুকৌশলে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা দুই মাদকসেবনকারীকে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন বাদী না হওয়ায় মাদক নিয়ন্ত্রণ আইনের (৩০) এর ৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গতকাল শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ২ জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ