Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জসিম মাস্টার সভাপতি কামাল সম্পাদক

বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সম্মেলন

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার বুড়িচং জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সম্মেলন-২০২২ বুড়িচং মডেল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। গত শনিবার উদ্বোধক হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহাম্মদ সেলিম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রিয় মহাসচিব মো. বেলাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির মো. হেলাল উদ্দীন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম দুলাল, জাতীয় ওলামা পার্টির কেন্দ্রিয় কমিটির আহবায়ক ড. ইরফা বীন তোরাব, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির মুন্সী, জাতীয় পার্টি নেতা মো. নাছির আহাম্মদ খান, মো. এমদাত বারী, মো. মাহবুব আলম সেলিম, কাজী নাজমা আক্তার, বুড়িচং উপজেলা জাপার সাবেক সভাপতি মো. নুরুল হক মাস্টার। ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন খান, ব্রাহ্মণপাড়া উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম সরকার প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে আলহাজ¦ মো. জসিম উদ্দীন মাস্টারকে সভাপতি মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক মো. সবুর খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ জন সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি যথাক্রমে অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, মো. মফিজুল ইসলাম, মো. বেলায়েত হোসেন খান, কাজী মো. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মো. বেলায়েত হোসেন, আ: ওহাব মেম্বার, সাখাওয়াত হোসেন ভুইয়া, আ: আহাত মোল্লা রিপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোস্তাফিজুর রহমান, আবদুর রশীদ, প্রচার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক মো. সেলিম, মো. জামাল হোসেন, অর্থসম্পাদক ডা. ফুল মিয়া, যুগ্ম অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নুরুল। এসময় বুড়িচং উপজেলা জাতীয় পার্টি নেতা মো. আমিনুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, সাইবার পার্টি নেতা ওমর ফারুকসহ অঙ্গ সংগঠনের অন্য নেতৃবৃন্দ¦ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ